গণমাধ্যম কর্মী আইন সুরক্ষা দিবে সাংবাদিকদের

ঢাবি প্রতিনিধিঃ

গণমাধ্যমের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রণয়ন করা হচ্ছে গণমাধ্যম কর্মী আইন বললেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান বলেছেন। বর্তমান সরকার গণমাধ্যম-বান্ধব বলেও তিনি দাবী করেন।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডিওতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক বাস্তবতার বিচারে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীন মত প্রকাশের অধিকার অনেক বেশি। তাই গণমাধ্যম আজ সত্য প্রকাশে উন্মুক্ত। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে গণমাধ্যমকে সর্বত্র সহযোগিতা করছে সরকার।

ভুয়া সংবাদ, গুজব, মিথ্যাচারের বিরুদ্ধে সরকার দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে থাকে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসব গুজব, মিথ্যাচার ও অসত্য সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সরকার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কাজ করছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3