শ্রমিকদের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্কঃ

চলমান করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের মার্চের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী কারখানা মালিকদের বেতন পরিশোধের নির্দেশনা দেন।

বিবৃতিতে সকল শিল্প কলকারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের জন্য মালিকদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, এ নির্দেশ না মানলে বা উক্ত তারিখের মধ্যে বেতন প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে শ্রমিকদের ঘরে থাকার আহ্বান জানান ।

এর আগে, করোনা পরিস্থিতির কারণে একবার পোশাক কারখানাগুলো বন্ধের পর আবারও খুলে দেওয়ায় সব শ্রমিকেরা ঢাকামুখী হন। একই দিন সন্ধ্যায় আবারো বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েন শ্রমিকেরা। এতে ঢাকা থেকে করোনা ছড়িয়ে পড়ারও অভিযোগ উঠে বিভিন্ন মহল থেকে। শুধু তাই নয় বিভিন্ন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান তাদের প্রায় সব পর্যায়ের শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের গত মার্চের বেতনও পরিশোধ করেননি।

 

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: