ইচ্ছে করে এইডস ছড়ানোয় ২৪ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ ইচ্ছে করে এইচআইভি এইডস ছাড়াতেন তিনি। প্রায় ৩০ জন নারীর শরীরে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছিলেন। তার নাম ভলেন্তিনো তাল্লুতো। পেশায় একজন হিসাবরক্ষক। ইচ্ছে করে এইডস ছড়ানোর অপরাধে ইতালীয় এই হিসাবরক্ষকের ২৪ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। গত শুক্রবার এ রায় ঘোষণার আগে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন রোমের বিচারকেরা। খবর বিসিসির। তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, […]
» Read more