চীনে বড় ধরনের ভূমিধস: নিখোঁজ ৩০ জনেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ-পূর্ব চীনে অতিবৃষ্টিপাতের কারণে ভূমিধ্বসের কারণে নিখোঁজ রয়েছেন ৩০ জনেরও বেশি। বুধবার দেশটির ঝিঝিয়াং প্রদেশেএ ভূমিধসের ঘটনা ঘটে।

টাইফুন মেগির আঘাতে অতিবৃষ্টিপাতে এ ভূমিধসের ঘটনা ঘটে। টাইফুনের ঘটনায় চীন ও তাইওয়ানে এখনও পর্যন্ত প্রায় পাঁচজন নিহত হয়েছেন।

উদ্ধারকারীরা সুচান গ্রামের ভূমিধসের মধ্যে থেকে এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করেছেন এবং এখনও প্রায় ২৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বাওফাং প্রদেশে নিখোঁজ রয়েছেন ছয়জন।

চীনের আবহাওয়া অধিদফতর জানিয়েছে ঘণ্টায় ৭৪ মাইল বেগে আঘাতহানে ওই টাইফুন। টাইফুনের পর এলাকার স্কুল এবং বিভিন্ন অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল করা হয়েছে কয়েকশ ফ্ল্যাইট।

  •  
  •  
  •  
  •  
ad0.3