যুক্তরাষ্ট্রে চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্পবিরোধীরা।

বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করে ট্রাম্পবিরোধী স্লোগান দিচ্ছেন।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে দেশটির ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের বিরোধীরা। ওয়াশিংটন ডিসিসহ দেশটির বিভিন্ন স্থানে এই বিক্ষোভ হচ্ছে।
ওকল্যান্ডের পুলিশ জানিয়েছে, ৬০ থেকে ৭০ জনের একটি বিক্ষুব্ধ দল শহরের রাস্তা অবরোধ করেছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ের সিন উইকেনফিড এবিসি নিউজকে বলেছেন, বিক্ষোভকারীদের মধ্যে এক নারী রাস্তা অবরোধ করতে গিয়ে চলন্ত গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।
এছাড়া কয়েকটি স্থানে মার্কিন পতাকায় অগ্নিসংযোগও করেছে বিক্ষোভকারীরা। রাস্তায় আগুন জ্বালিয়েও বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, প্রায় সব জরিপ ও বিশ্লেষকদের ভবিষ্যদ্বানী মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিজয়ের পর বিশ্বনেতাদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ আশঙ্কাও প্রকাশ করেছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: