বিশ্বের ‘শত দৃঢ় চিন্তুকের’ তালিকায় শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের একশ’ বিশিষ্ট দৃঢ় চিন্তার ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটনভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ফরেন পলিসি বুধবার এই তালিকা প্রকাশ করেছে।

ম্যাগাজিনটি বিশ্ব নীতি, অর্থনীতি এবং ধারণা নিয়ে কাজ করে। ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ফরেন পলিসি বুধবার এই তালিকা প্রকাশ করেছে। ম্যাগাজিনটি বিশ্ব নীতি, অর্থনীতি এবং ধারণা নিয়ে কাজ করে। তালিকায় জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রয়েছেন।

জানা যায়, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়চেতা ১৩ ব্যক্তির মধ্যে একজন। মূলত জলবায়ু পরিবর্তন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই তালিকায় নিয়ে আসা হয়েছে।

২০০৯ সাল থেকে ফরেন পলিসি এই তালিকা করে আসছে। তালিকায় বিশ্ব নেতৃত্ব, আইনজীবী, উদ্যোক্তা, শিল্প, সরকারি চাকুরীজীবীরাও স্থান পেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মিয়ানমারের নেতা অং সান সূ চি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রয়েছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: