পাকিস্তান দলেন নতুন অধিনায়ক সরফরাজ

ক্রীড়া ডেস্ক:
শেষ পর্যন্ত অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলীকে। তার পরিবর্তে অধিনায়কের গুরুভার তুলে দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের কাঁধে। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। তবে মিসবাহ-উল-হক অবসর নিলে আজহার আলীকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হবে।

এর আগে আজহার আলী দুবাইতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে তিনি জানিয়েছেন যে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে তিনি প্রস্তুত। এরপরই পাকিস্তান সরফরাজকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়।

এদিকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ জানিয়েছেন যে তিনি অবসরের বিষয়ে ভেবে দেখছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তার কিছুটা সময় লাগবে। তবে পাকিস্তান সুপার লিগের পর পরই তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিবেন।

মিসবাহকে সময় দিয়েছেন বিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে বোর্ড যে তাকে টেস্ট অধিনায়কের পদে চাচ্ছে না সেটা মিসবাহ ইতিমধ্যে বুঝে গেছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: