বাকৃবিতে ফোন ছিনতায়ে বাধা দেওয়ায় ছাত্রলীগের ওপর হামলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফোন ছিনতাই কাজে বাধা দেওয়ার ঘটনায় শাখা ছাত্রলীগের তিন নেতার উপর হামলা চালিয়েছে স্থানীয় কিছু বখাটে গুন্ডা।

জানা যায়, আজ সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাকৃবির তিন ছাত্রলীগ নেতা, হোসেন শহীদ শোহরাওয়ার্দী হলের ইমতিয়াজ আবির, হাসান বিশ্বাস ও শাহজালাল হলের রাসেল আহম্মেদ একটি মটর সাইকেল নিয়ে শহরে যাওয়ার সময় তাদের গাড়ি থামিয়ে এ হামলা চালানো হয়। এ সময় সাথে থাকা মটর সাইকেলও ভাংচুর করে বখাটেরা। পরবর্তীতে স্থানীয় কিছু যুবলীগ নেতা কর্মী তাদের উদ্ধার করে।

ইমতিয়াজ আবির জানান, ক্যাম্পাসের একজন সাধারন ছাত্রের ফোন ছিনতাই করার সময় কিছু বখাটেকে বিকাল ৫টার দিকে ব্রহ্মপুত্র নদের পারে আটকানো হয়। সেখানে সাধারন ছাত্রদের সাথে বখাটেদের হাতাহাতির ঘটনা ঘটে। সেই রেশ মেটাতেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে কেওয়াটখালি বাইপাসে মোড়ে আমাদের উপর হামলা করা হয়।

এ বিষয়ে হাসান বিশ্বাস মুঠোফোনে জানান, বাকৃবি শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছে। আশা ক‌রি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার সুষ্ঠু সুরাহ কর‌বে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: