ইরানের গোয়েন্দা জার্মানিতে আটক, চার বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের হয়ে গোয়েন্দাগিরির দায়ে জার্মানিতে এক পাকিস্তানির চার বছরের জেল হয়েছে।

জার্মানিতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন মুস্তাফা হায়দার সৈয়দ-নাকফি (৩১)।

বার্নিলের সর্বোচ্চ আদালতের এক মুখপাত্র জানিয়েছেন, বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করায় সৈয়দ-নাকফির চার বছর তিন মাস জেল হয়েছে।

ডন অনলাইনের এক খবরে মঙ্গলবার জানানো হয়, সোমবার আদালতে দোষী সাব্যস্ত হন সৈয়দ-নাকফি।

আদালতে প্রমাণিত হয়, জার্মানি ও আরেকটি ন্যাটো সদস্য ফ্রান্সের বিরুদ্ধে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর বৈদেশিক গোয়েন্দা শাখার হয়ে গোয়েন্দাগিরি করেছেন সৈয়দ-নাকফি।

একটি জার্মান-ইসরায়েল সংগঠনের প্রাক্তন প্রধান ও ফ্রান্স-ইসরায়েল অর্থনীতির অধ্যাপক এবং জার্মান আইনপ্রণেতা জানিয়েছেন, জার্মানিতে হামলার লক্ষ্যবস্তুগুলোর তালিকা তৈরি ও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছিলেন সৈয়দ-নাকফি।

  •  
  •  
  •  
  •  
ad0.3