বাকৃবিতে পানির দাবিতে ছাত্রীরা রাস্তায়

বাকৃবি প্রতিনিধি:
পানি সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীরা।

শুক্রবার বেলা ১২টা থেকে ৩ টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের ছাত্রীরা রাস্তায় বসে থাকে।

ছাত্রীদের অভিযোগ, নিয়মিতই হলে পানির সমস্যা। হল প্রশাসনকে জানিয়েও বিষয়টি সমাধান হয়নি।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হলে পানি সরবরাহ বন্ধ আছে। এছাড়া যদিও পানি আসে তা নোংরা।

অবরোধকালে ছাত্রীরা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টরের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এবিষয়ে হলের প্রভোস্ট প্রফেসর ড.একেএম আজাদ-উদ-দৌলা প্রধান বলেন, পানির পাইপের সমস্যার জন্য হলে পানি সরবরাহ বন্ধ আছে। প্রধান প্রকৌশলীকে বিষয়টি অবহিত করলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পানির পাম্প দিয়ে ময়লা আশায় তা পানির পাইপে জমে বন্ধ হয়ে যাচ্ছে। একারণেই মূলত পানির সমস্যা। আমরা সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: