৪৫ কেজি ওজনের বাঘা আইড় ৩৬ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার যমুনা নদীতে ধরাপড়া ৪৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ রাজধানীতে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় মাছটি ঢাকায় নিয়ে আসেন মধ্যস্বত্ব ব্যবসায়ী মো. সাইদুল।

ধানমন্ডির ফুটপাতে মাছটি নামানোর পর লোকজনের ভিড় জমে যায়। ইটপাথরের ঢাকাতে এত বড় মাছ দেখে অনেকেই অভিভূত হন। কেনার আগ্রহ ও সামর্থ্য থাকুক আর না-ই থাকুক, দর্শনার্থীরা মাছটির দরদাম করতে থাকেন। ব্যবসায়ী সাইদুলকে বারবার মাছের দাম বলতে বলতে হয়রান হতে হয়, ‘কেজি ৮০০ টাকা’, ‘কেজি ৮০০ টাকা’।

সাইদুল জানালেন, ২৬ জুলাই সন্ধ্যার দিকে গাইবান্ধার যমুনা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। প্রায় ৪৫ কেজি ওজনের মাছটি ৩০ হাজার টাকায় জেলের কাছ থেকে কিনে নেন সাইদুল। তারপর মাছ নিয়ে সোজা ঢাকায় চলে আসেন।

বেলা ২টার দিকে তিনি জানান, ধানমন্ডি এলাকার একটি অফিসের লোকজন ৩৬ হাজার টাকায় মাছটি কিনেছেন। তারা সবাই ভাগ করে মাছটি নেবেন।

মাঝে মাঝে বড় মাছ ধরা পড়লে তা জেলের কাছ থেকে কিনে লাভের জন্য ঢাকায় নিয়ে আসেন বলে জানান সাইদুল।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: