বড়াইগ্রামে সংঘর্ষে আহত ২০

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল বিলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানান, গুরুমশৈল বিলে প্রায় ৬ বিঘা জমি নিয়ে মাঝগাঁও গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ও আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

সোমবার সকালে সিরাজুল ইসলাম ও তার লোকজন জমিতে গেলে আব্দুল বারেক লোকজনসহ তাদেরকে বাধা দেয়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে টিটু (৪০), বাকি বিল্লাহ (৪৫), সজল (৩০), আজম (৪৫), ববিন (৪০), সোহাগ (৩৫), আলম চৌধুরী (৫০) কে নাটোর সদর হাসপাতালে এবং আকবর আলী মিয়াজী (৬০), নুরুল ইসলাম (৫৫), আবুল খায়ের (৪৫), রবিউল করিম (৪০), সোহেল (৩৫), আব্দুল বারেক (৫০) ও সিরাজুল ইসলাম (৬০) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3