নান্দাইলে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে পুলিশের নির্যাতন ॥ রাস্তা অবরোধ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি শিমুলতলা বাজারে শুক্রবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলার পেমই পুলিশ ফাঁড়ির এ এস আই হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ফিড ব্যবসায়ী উলুহাটি গ্রামের রফিকুল ইসলাম রানার উপর প্রকাশ্যে শারীরিক নির্যাতন চালায় এবং তাকে পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় পেমই পুলিশ ফাঁড়ির একটি গাড়ীকে সাইট দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। ব্যবসায়ী রফিকের একটি ট্রাকে বালু পরিবহন করা হচ্ছিল। এসময় পুলিশ ফাঁড়ির গাড়ীটি এই এলাকা দিয়ে কেন্দুয়া এলাকায় আসার পথে সাইট প্রদান নিয়ে রফিকের সাথে তর্কবির্তকের এক পর্যায়ে রফিককে লাঠি দিয়ে প্রকাশ্যে বেদম মারধর করে পুলিশের গাড়ীতে করে উঠিয়ে নিয়ে যায়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে কয়েক হাজার জনতা তাড়াইল-নান্দাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবস্থা বেগতিক দেখে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন ও নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মো. ইউনুস আলী রাত ১০টায় ঘটনাস্থলে পৌঁছে নেত্রকোনা পুলিশ সুপারের সাথে কথা বলে আটক রফিককে ছাড়ানোর ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতি মধ্য রাতে নিয়ন্ত্রনে আসে। নান্দাইলের জনগণের দাবীর প্রেক্ষিতে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী শনিবার ঘটনার সাথে জড়িত এ এস আই হেমায়েত উদ্দিনকে প্রাথমিক ভাবে পুলিশ লাইনে ক্লোজড করেছে বলে কেন্দুয়া থানার অফিসার ইনর্চাজ নিশ্চিত করেছেন এবং রোববার নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি সরজমিন তদন্ত করার জন্য নান্দাইল এলাকায় আসছেন বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ই্উনুস আলী নিশ্চিত করেছেন। এলাকার জনগণ জানান কোন কারন ছাড়াই কেন্দুয়া পুলিশের এমন মারমুখী আচরনে নান্দাইলের জনগণ গভীরভাবে মর্মাহত হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সকল পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: