মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। সোমবার সকালে মৌনমিছিল, মানববন্ধনের মাধ্যমে এ প্রতিবাদ জানান তারা।

আরাকানে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। বেলা ১১টার দিকে সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষক সমাজের আহ্বায়ক রকীব আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস শিল্পী, বাংলা বিভাগের প্রফেসর সুজিত সরকার, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান, রসায়ন বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য এমন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া একটি জটিল প্রক্রিয়া। সে জন্য নিরাপত্তা পরিষদের সকল রাষ্ট্রের সম্মতির প্রয়োজন হয়। তাই আমরা মানববন্ধনের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি।

এর আগে, সকাল ১০টায় একই দাবিতে মৌনমিছিল করেন শিক্ষক ফোরামের নেতারা। বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আগের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও অর্থনীতি বিভাগের প্রফেসর কে বি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর এনামুল হক, ফলিত রসায়নের প্রফেসর সি এম মোস্তফা, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. দিল আরা হোসেন, সমাজকর্মের প্রফেসর ড. সৈয়দা আফরীনা মামুন, আরবী বিভাগের প্রফেসর ইফতেখারুল আলম মাসউদ, লোক প্রশাসন বিভাগের সভাপতি পারভেজ আজহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বে মুসলিম নিধনের পাঁয়তারা চলছে। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সেই সুদূরপ্রসারী ষড়যন্ত্রেরই একটি অংশ। এই দুর্দিনে সারা মুসলিম জাতির ঐক্যের প্রয়োজন।

এদিকে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন মানবন্ধনে সঞ্চালনা করেন। অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুস সাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি ওমর ফারুক, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনি, জুয়েল মামুন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: