বাকৃবিতে ফিশারিজ ডিগ্রীর মানোন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত হেকাপ প্রকল্পের আওতায় ‘ বিএসসি ফিশারিজ (অনার্স) ডিগ্রী মানোন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা ২৬ সেপ্টেম্বর ২০১৭ অনুষদীয় সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়।

মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির, বিএফআরআই এর মহা পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড মুহাম্মদ শহীদুল হক, প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, আমি আশা করছি মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার গুণগত মানোন্নয়নে আজকের কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে।

নতুন প্রজন্মের স্বার্থে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের কোর্স কারিকুলা আধুনিকায়নের কোন বিকল্প নাই। পরে টেকনিক্যাল সেশনে বিষয়ের উপর অনুষদীয় শিক্ষকগণ, গবেষক, খামারীগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের প্রধান, বিভাগীয় শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: