সহজ হলো ভারতীয় ভিসা প্রসেসিং

আন্তজার্তিক ডেস্ক:
ভারতীয় ভিসা নিতে যারাই একবার গিয়েছেন, তারাই জানেন ও মানেন এটা যথেষ্ট ভোগান্তির বিষয়। বিশাল পরিমাণ দৈনিক ভিসার আবেদন প্রসেস করার সুবিধার জন্য একসময় ভিসা কর্তৃপক্ষ চালু করল ই-টোকেন সুবিধা। এর পরে দেখা গেল সেই ই-টোকেন নিয়েও শুরু হল বিশাল অবৈধ বাণিজ্য। দালাল না ধরলে ই-টোকেন পাওয়া রীতিমত দু:সাধ্য একটা বিষয়।

এর পরে তারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালিয়েছে, দেশের বিভিন্ন ভিসা সেন্টারে বিভিন্ন রকম ভিসা আবেদন জমা গ্রহণ করে দেখেছে কোন পদ্ধতিতে কম ঝামেলায় বেশি মানুষকে সুবিধা দেয়া যাবে। সেগুলো থেকে প্রাপ্ত তথ্য থেকেই ধারনা করা যাচ্ছে ঢাকার শ্যামলীর মিরপুর রোডে অবস্থিত ভিসা সেন্টারে নেয়া হচ্ছে নতুন পদ্ধতি, যাতে করে ভিসা আবেদনকারীরা পাবেন বাড়তি সুবিধা।

আগামী দশই অক্টোবর থেকে শ্যামলীতে মিরপুর রোডে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত কোন রকম ই-টোকেন কিংবা আগাম টিকিট বুকিং ছাড়াই আপনার ভিসার আবেদন পত্র জমা দিতে পারবেন। ভিসা প্রসেসিং ফী হবে ৬০০ টাকা। গতকাল ৫ই অক্টোবর ভারতীয় হাই কমিশন এর পেজ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

এই নতুন সুবিধা চালু করার ফলে ভারতে ভ্রমণ করতে যাওয়া মানুষদের জন্য ঝামেলামুক্ত ভিসা আবেদন জমা দেবার উপায় তৈরি হল।

  •  
  •  
  •  
  •  
ad0.3