এক কাঁকড়ার ওজন ১৭০০ গ্রাম!

নিউজ ডেস্ক:

সাতক্ষীরায় জেলেদের জালে ধরা পড়েছে এক কেজি ৭০০গ্রাম ওজনের একটি কাঁকড়া। সুন্দরবনের ভেতরে একটি খাল থেকে বিশালাকৃতির এ কাঁকড়া ধরা পড়েছে।

শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালীনগর গ্রামের ইসলাম গাজীর পুত্র জাহাঙ্গীর গাজী বলেন, ‘১৮ নভেম্বর শনিবার তিনি তার তিন সঙ্গীকে নিয়ে সুন্দরবনের গভীরে খালে মাছ ধরতে যান। জাল ফেলার পরে তার জালে একটি বৃহদাকার কাঁকড়া ধরা পড়ে। যার ওজন প্রায় এক কেজি ৭০০ গ্রাম।

তিনি বলেন, ‘সচরাচর কাঁকড়াগুলোর ওজন ৭০০গ্রামের বেশি হয় না। কিন্তু এবার জালে ধরা পড়া কাঁকড়াটির ওজন প্রায় আড়াই গুণ।’

জেলেরা জানায়, একইদিন সন্ধ্যায় স্থানীয় হরিনগর বাজারে কাঁকড়াটি আনা হলে শত শত উৎসুক জনতা ভিড় জমায় এবং উচ্চমূলে ক্রয়ের আগ্রহ প্রকাশ করে। কিন্তু জাহাঙ্গীর কাঁকড়াটি বিক্রয় না করে মুন্সীগঞ্জ আকাশলীনা ইকো পার্কের ফিস এ্যকুরিয়ামে দান করার সিদ্ধান্ত নেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3