ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

নিউজ ডেস্ক:

অনিয়ম ও দায়িত্ব অবহেলার দায়ে বেসরকারি ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কার সাহা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক কোম্পানির আইনের ৪৬ ধারায় আইন লঙ্ঘন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করেছে বলে শুভঙ্কার সাহা জানান।

এমডির চাকরির মেয়াদ ২৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, আজ থেকেই এই অপসারণ কার্যকর হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত চাপের মুখে ২৭ নভেম্বর ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

২০১৩ সালে আওয়ামী লীগ সরকার আটটি বেসরকারি ব্যাংকের অনুমোদন দেয়। তখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংকটিও অনুমোদন পায়। এসবগুলো ব্যাংকটি রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে তখন স্বীকার করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

  •  
  •  
  •  
  •  
ad0.3