ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ১৪ শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, স্থানীয় মাকদ ব্যবসায়ী সোহেল, আল আমিনসহ কয়েকজন বেশ কয়েক দিন থেকে ক্যাম্পাসের আশপাশে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ীরা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। এ নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভ করতে গেলে মাদক ব্যবসায়ীরা ফের তাদের উপর হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে গুলি ছোড়ে। এ সময় লতিফ ছাত্রাবাসের মানিক, এস এম শাহাজাহান, রাসেল, মেহেদী, রাব্বি, সাইফুল, নাদিম, বাবুল, রনিসহ ১৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষ চলাকালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

তবে পুলিশের গুলিতে শিক্ষার্থীরা আহত হয়েছেন এ তথ্য অস্বীকার করে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার বলেন, পুলিশ যাওয়ার আগেই সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3