হাবিপ্রবিতে র‍্যাগ নিয়ে সংঘর্ষে জড়ালেন ছাত্রলীগ কর্মীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় হলগুলোতে ভাঙচুর চালানো হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রদের উদ্ধার করি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাবিপ্রবি ছাত্রলীগের নয়ন, রাব্বি ও মামুন গ্রুপের সঙ্গে পলাশ, রবি ও আশরাফুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাবিপ্রবি’র প্রক্টর ড. প্রফেসর খালেদ হাসান বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: