শিষ্যদের ওপর সন্তুষ্ট নয় জিদান

স্পোর্টস ডেস্ক:

একের পর এক পয়েন্ট হারিয়ে রিয়াল মাদ্রিদ এখন রয়েছে পুরোপুরি তলানীতে। বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে জিনেদিন জিদান আর ক্রিশ্চিয়ানো রোনালদোরা। লিগের অর্ধেক পথ শেষ হতে না হতেই মোটামুটি চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলেছে বার্সা। রোববার রাতে সেল্টা ভিগোর মাঠে নেমে ২-২ গোলে ড্র মেনে আসতে হয়েছে লজ ব্লাঙ্কোজদের।

শিষ্যদের ওপর এ কারণে যারপরনাই ক্ষিপ্ত কোচ জিদান। সেল্টার বিপক্ষে এই ড্রয়ের পর ২ পয়েন্ট হারানো কোনমতেই মেনে নিতে পারছেন না রিয়াল কোচ। একেবারে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, শিষ্যদের ওপর রেগে রয়েছেন তিনি। বলে দিয়েছেন, ‘আমি ক্ষুব্ধ’।

ম্যাচের পর পোস্ট ম্যাচে আসতেও বেশ বিলম্ব করেন জিদান। সাংবাদিকদেরও এ ক্ষেত্রে ধৈয্যের পরীক্ষা নেন তিনি। অবশেষে সংবাদ সম্মেলনে এসে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। এ কারণেই এত দেরি হলো। এই ফল নিয়ে আমরা নিজেরাই নিজেদের ওপর ক্ষুদ্ধ। এটাই তো স্বাভাবিক, তাই না! আমি তো রীতিমত রেগে আগুন। ছেলেদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছি না। প্রথমার্ধে সব সময়ই ভালো খেলছি আমরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই কেন যেন সব গুলিয়ে ফেলছি। এ নিয়েই সবার মন খারাপ। আমি তো মোটেও সন্তুষ্ট নই।’

সেল্টার বিপক্ষে ম্যাচ নিয়ে জিদান বলেন, ‘আবারও একই কাণ্ড ঘটেছে এই ম্যাচে। এ কারণেই আমরা এই ফল নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারছি না। প্রথমার্ধ ছিল খুব ভালো। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই খেই হারিয়ে ফেলছি। ৯০ মিনিট আমরা ভালো খেলতে পারিনি।’

জিদান জানিয়েছেন, ‘সেল্টার সঙ্গে ড্র করার পর ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ড্রেসিং রুমে এসেছিলেন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। তবে এটা নতুন কিছু নয়। সব সময়ই খেলোয়াড়দের উৎসাহ দিতে তিনি ড্রেসিং রুমে আসেন।’

  •  
  •  
  •  
  •  
ad0.3