শীতবস্ত্র নিয়ে ছেলেকে নিয়ে ছুটলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক:
দেশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজে প্রায়ই দেখা যায় চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিলকে।

গত বন্যায় ত্রাণ নিয়ে গিয়েছিলেন কুড়িগ্রাম জেলায়। এবার শীতার্তদের জন্য গরম কাপড় নিয়ে ছুটে গেলেন বরিশালের গৌরনদী উপজেলায়।

আজ (২২ জানুয়ারি) সকালে একটি হেলিকপ্টারে করে তিনি সেখানে গিয়েছেন।

যাওয়ার আগে অনন্ত বলেন, ‘গৌরনদী উপজেলা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তবে ইচ্ছে আছে আরও দুই-তিনটি এলাকায় শীতবস্ত্র গরিবের মাঝে বিতরণ করা। সম্ভব হলে আপনারাও মানুষের পাশে দাঁড়ান।’

অনন্ত জলিলের এবার মহৎ এ কাজে তার ছেলে আরিজকেও সঙ্গে নিয়েছেন।

জানা যায়, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অনন্ত ইসলামের প্রসার নিয়েও কথা বলবেন। মানুষকে ইসলামের দাওয়াত দেবেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: