বিরক্তিকর বিজ্ঞাপন থেকে বাঁচতে গুগল আনল ‘মিউট’ বাটন

নিউজ ডেস্ক:

ইন্টারনেটে কোনো একটা সাইটে গিয়ে বা গুগলে কিছু খোঁজার পরে যেকোনো সাইটেই গেলে যে বিজ্ঞাপন দেখা যায় তা ব্যবহারকারীর জন্য বিরক্তিকর। আর এই বিজ্ঞাপন থেকে মুক্তি দিতে নতুন সুবিধা যুক্ত করেছে সার্চ জায়ান্ট গুগল।

নতুন এই সুবিধায় যে কেউ নিজের ইচ্ছামতো বিজ্ঞাপন ‘মিউট’ করে রাখতে পারবে।

‘রিমাইন্ডার এড’ নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলিকে অনেকেই যন্ত্রণা হিসেবে গণ্য করেন। অনলাইনে কোনো পণ্য কেনার জন্য সার্চ করলে সাথে সাথে শুরু হয় এই বিজ্ঞাপনের বিড়ম্বনা। যদিও গুগল দাবি করছে, এই ‘রিমাইন্ডার এড’ গ্রাহককে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়।

যেসব সাইট গুগল সেবা ব্যবহার করে তারা ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই ‘মিউট’ বা ‘হাইড’ করা যাবে। তবে এ ধরনের বিজ্ঞাপন পুরো বন্ধ বা ‘অপট আউট’ করার কোনো অপশনের কথা গুগল এখনো ভাবছে না।

এক্ষেত্রে যাদের গুগল অ্যাকাউন্ট রয়েছে তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন প্রতিষ্ঠান তাদের টার্গেট করে ‘রিমাইন্ডার এড’ পাঠাচ্ছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3