ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ডিজিটাল বাংলাদেশ-এর ধারণা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়। জেলা প্রশাসক মো: আব্দুল আওয়াল-এর সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন মহাপরিচালক (প্রশাসন) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আই টু আই প্রকল্প পরিচালক কবির কিন আনোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আই টু আই প্রকল্পের কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশি, জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম খোকন, পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সিভিল সার্জন ডা. এ এম খায়রুল কবির, সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ আলী আকবর খানসহ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের গুরুত্বর্পূণ ব্যক্তিরা।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সর্বমোট ৪৮টি স্টল দিয়েছে। ৩ দিনব্যাপী এই উদ্ভাবনী মেলা আগামী ১৩ ফেব্রুয়ারি শেষ হবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: