ট্রাম্পের উচ্চপদস্থ অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চপদস্থ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগ করেছেন। হোয়াইট হাউজের বরাত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বুধবার (০৭ মার্চ) এ পদত্যাগের খবর প্রকাশ করেছে।
ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অনেক শীর্ষ কর্মকর্তাই পদত্যাগ করেছেন। সবশেষ কর্মকর্তা হিসেবে এ বহরে যুক্ত হলো গ্যারি কন এর নাম।

গ্যারি কন মুক্ত বাণিজ্যে বিশ্বাসী। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইউরোপ থেকে স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের যে পরিকল্পনা নিয়েছেন, তার সঙ্গে এই অর্থনৈতিক উপদেষ্টা একমত ছিলেন না। এ কারণেই পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে গ্যারি কন বলেন, ‘দেশ সেবার সুযোগ দেওয়ায় আমি তার (ট্রাম্প) কাছে কৃতজ্ঞ’।

গত ১ মার্চ হোয়াইট হাউজের কমিউনিকেশন বিভাগের প্রধান হোপ হিকস পদত্যাগ করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: