৭৫ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ উদ্ধার করলো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান বাহিনীর হামলায় ডুবে যাওয়া একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌ বাহিনী। দ্য এস এস সাগাইং নামের জাহাজটি ১৯৪২ সালে ডুবিয়ে দেওয়া হয়েছিল। ৭৫ বছর আগে ওই বোমা হামলা সময় সব যাত্রী ও মালামাল নিরাপদে ফিরিয়ে আনা গেলেও জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি এতদিন শ্রীলঙ্কার ত্রিনকোমালি পোতাশ্রয়ে পানির ৩৫ ফুট নিচে ছিল। শ্রীলঙ্কার পূর্ব নৌ কমান্ড ইউনিটের কয়েক মাস ধরে চলা উদ্ধার অভিযানে জাহাজটি আবার ভাসিয়ে তোলা সম্ভব হয়।

শ্রীলঙ্কার নৌ বাহিনীর পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, গত বছরের ১১ সেপ্টেম্বর জাহাজটি উদ্ধারে অভিযান শুরু হয়। ৪৫২ ফুট দৈর্ঘ্যের লম্বা জাহাজটিকে মজবুত করার দরকার পড়ে। এজন্য মূল জাহাজের সঙ্গে কিছু আলাদা অংশ জোড়া দেওয়া হয় যাতে তা ভেসে থাকতে পারে। জাহাজটি তোলার আগে সমুদ্রের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে রাখা হয়। এসএস সাগাইংকে ভাসিয়ে রাখার জন্য নৌবাহিনীর দুটি জাহাজকে জেটি হিসেবে ব্যবহার করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: