হরিণ হত্যা মামলায় সালমান খানের ৫ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক:
ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১-এর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। যোধপুর আদালত বৃহস্পতিবার দুপুরে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন এ নায়ক।

জি নিউজ জানায়, ২০ বছর আগে রাজস্থানের কঙ্কানি গ্রামের দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে করা মামলায় যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় ঘোষণা করেন।

আরো জানা যায়, এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে যোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খান, সাইফ আলী খান, টাবু, সোনালি বান্দ্রে ও নীলমের বিরুদ্ধে। তবে অন্য তারকাদের খালাস দিয়েছে আদালত। তারাও হাজির ছিলেন আদালতে।

এদিকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় ঘোষণার পর থেকেই মুম্বাইয়ের পরিচালক, প্রযোজকদের মাথায় হাত পড়েছে। মঙ্গলবার আবু ধাবিতে রেমো ডি’সুজার ‘রেস থ্রি’র শুটিং করছিলেন সালমান। সেখান থেকেই মামলায় হাজিরা দিতে ভারতে ফিরে আসেন তিনি।

জানা যায়, চলতি বছর ঈদের সময়ই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রেস থ্রি’র।

 

সূত্র: BBC News

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: