পাকিস্তানে ভোটের দিনে বোমা হামলায় ২৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনের দিন বেলুচিস্তানে বোমা হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ২০ জনেরও বেশি।

জানা যায়, বুধবার (২৫ জুলাই) বেলুচিস্তানের কুয়েতার পূর্বাঞ্চলে একটি পুলিশ ভ্যানকে টার্গেট করে এই হামলা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহসিন বাট জানান, হামলাটি দেখে মনে হচ্ছে আত্মঘাতী। হামলার সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে।

জানা যায়, ঘটনাস্থলের খুব কাছেই একটি স্কুলে নির্বাচনের ভোটগ্রহণ চলছিল। হামলার পর সেখানে ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। সহিংসতা এড়াতে গোটা পাকিস্তানের বিভিন্ন ভোট কেন্দ্রে ৩ লাখ ৭১ হাজার সেনাসদস্যসহ প্রায় ৮ লাখ নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে পাক-আফগানের চামান সীমান্ত এলাকা তিন দিনের জন্য বন্ধ করে দিয়েছে বেলুচিস্তানের কর্তৃপক্ষ। জুলাইয়ের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত এ সীমান্ত বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, নির্বাচনে সহিংসতা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সূত্র: Hindustan Times

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: