বাকৃবিতে ডিভিএম ৫৩তম ব্যাচের ইন্টার্নশীপের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিভিএম ৫৩তম ব্যাচের ১৬তম ইন্টার্নশীপের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ ইন্টার্নশীপের উদ্বোধন করা হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের সদস্য ও সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতর ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ড. মো. আব্দুল হালিম, রেনেটা এ্যানিমেল হেলথ ডিভিশনের মার্কেটিং হেড ডা: বিশ্বজিৎ রায়।

আরও উপস্থিত ছিলেন ১৬তম ডিভিএম ইন্টার্নশীপের উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খান, মেম্বার সেক্রেটারি প্রফেসর ড. আনিসুজ্জামান। ১৬তম ডিভিএম ইন্টার্নশীপ এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, তত্ত্বীয় জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যবহারিক জ্ঞানকে সমৃদ্ধি করতে ইন্টার্নশীপের যথার্থ প্রয়োজন রয়েছে। ইন্টার্নশীপের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রাণিসম্পদ উন্নয়নে যথার্থ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

ইন্টার্নশীপ প্রোগামের সার্বিক মঙ্গল কামনা করে উপাচার্য বলেন, দেশের বাইরে ইন্টার্নশীপ এ যাওয়ায় বাকৃবি ও বাংলাদেশের সুনাম রক্ষার্থে শিক্ষার্থীদের সচেতন ভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ভেটেরিনারি অনুষদের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে ইন্টার্নশীপ প্রোগামে অংশ নিচ্ছে। ভারতের তামিলনাড়ু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটির অধীন মাদ্রাজ ভেটেরিনারি কলেজ ও ভেটেরিনারি কলেজ অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট, নামাকোলে এক মাসব্যাপী ইন্টার্নশীপ করবে।

  •  
  •  
  •  
  •  

Tags: