মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের ৪৮তম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান মেসি।

শেষ চার মৌসুমে ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাত্র একবার পেয়েছে বার্সেলোনা। সেটাও চার মৌসুম আগে। শেষ তিন মৌসুমে বার্সেলোনা বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। শেষ আটের ‘জুজু’ কোনোভাবেই কাটাতে পারছে না কাতালানরা। মেসি দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পরপরই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা জানিয়েছেন। বলেছেন, যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা চান তিনি।

বলার অপেক্ষা রাখে না বেশ ভালোভাবেই শিরোপার জেদ করেছেন মেসি। নইলে চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচেই কি হ্যাটট্রিকের স্বাদ পান বার্সেলোনার অধিনায়ক!

মঙ্গলবার রাতে পিএসভিকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে জিতেছে ৪-০ গোলে। দলের জয়ে সবথেকে বড় অবদান মেসির। হ্যাটট্রিক করেই বুঝিয়ে দিয়েছেন শিরোপার জন্য কতটুকু ক্ষুধার্ত তিনি।

৩১ বছর বয়সি এ ফুটবল জাদুকর ফ্রি কিক থেকে দর্শনীয় শটে গোলের খাতা খোলেন। ৩১ মিনিটে ডেম্বেলেকে ফাউল করায় ফ্রি কিক পায় বার্সেলোনা। বাঁপায়ে বাকানো শটে গোল রক্ষককে বোকা বানান মেসি। হাওয়ায় ভাসতে ভাসতে তার বল জাল খুঁজে পায়। মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ফিরে এসে ৭৪ মিনিটে দলকে এগিয়ে নেন ডেম্বেলে। আন্দ্রেস ইনিয়েস্তোর পজিশনে খেলা ফিলিপে কুতিনহোর বাড়ানো পাসে গোল করেন ডেম্বেলে। ৩ মিনিটের ব্যবধানে ইভান রাকিতিচের দুর্দান্ত পাসে লক্ষ্যভেদ করেন মেসি। ম্যাচের শেষ মুহূর্তে মেসির হ্যাটট্রিক পূর্ণ হয়। ৮৭ মিনিটে মেসিকে ফাঁকায় পাস দেন সুয়ারেজ। গোলের সহজ সুযোগটি হাতছাড়া করেননি মেসি।

এদিকে ‍পিএসভির বিপক্ষে গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ৩০টি দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তার ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল। রাউল ৩৩টি ও রোনালদো ৩২টি দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন।

ক্যাম্প ন্যুয়ে নিজেদের দাপট ভালোভাবেই ধরে রেখেছে কাতালানরা। শেষ ২৭ ম্যাচের ২৫টিতেই জিতেছে তারা। ড্র করেছে ২টি। চ্যাম্পিয়ন্স লিগে তারা ক্যাম্প ন্যুতে শেষ হেরেছিল ২০১৩ সালে। বায়ার্ন মিউনিখ হারিয়েছিল ৩-০ ব্যবধানে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: