বাকৃবিতে কামাল-রণজিতে প্রতি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

মো: আব্দুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
১৯৯৬ সালের ৯ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার (৯ নভেম্বর) ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে কামাল-রণজিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের হত্যাকারীদের মামলাটিকে রিভিউ করে পুন:বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ নভেম্বর সন্ধ্যায় কো-অপারেটিভ মার্কেটে (বর্তমান কে.আর) ছাত্রদল কর্মীদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিত। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তখনকার সেই কো-অপারেটিভ মার্কেট পরবর্তীতে কে. আর মার্কেট নামকরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: