২০১৮ সালে যে একটি জায়গায় মেসি ব্যর্থ

স্পোর্টস ডেস্ক:

তিনি রেকর্ডের রাজা। লিওনেল মেসির ফর্ম যেন কখনই পড়বার নয়। ২০১৮ সালেও বার্সেলোনার হয়ে দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন আর্জেন্টাইন খুদেরাজ। বছর শেষ আজই। মেসির কি কোনো আক্ষেপ আছে?

এ বছর আরেকটি লিগ আর কাপের ডাবল জিতেছেন। বছর শেষ করছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টার হিসেবে। বিদায়ী বছরে ক্লাব এবং দেশের হয়ে ৫১টি গোল করেছে মেসি। আছে ২৬টি অ্যাসিস্ট।

বলতে গেলে প্রতি ম্যাচেই কোনো না কোনো মাইলফলক ছুঁয়েছেন। বরাবরের মতো উজ্জ্বল ছিলেন বার্সেলোনার জার্সিতে। তারপরও কি কিছু নিয়ে আক্ষেপ রয়েই গেছে?

আক্ষেপ নিয়ে অবশ্য কিছু বলেননি বার্সেলোনা সুপারস্টার। তবে পরিসংখ্যান দেখাচ্ছে, মাঠজুড়ে দাপট দেখালেও একটি জায়গায় ঘাটতি রয়েই গিয়েছিল মেসির। একটি জায়গায় তিনি ছিলেন শূন্য। কি সেটা?

সেটা হলো হেডে গোল করা। ২০১৮ সালে বার্সোলোনা এবং আর্জেন্টিনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়েও হেডে একটি গোল করতে পারেননি মেসি। ২০০৭ সালের পর এবারই প্রথমবারের মতো তার সঙ্গে ঘটলো এমন ঘটনা।

  •  
  •  
  •  
  •  
ad0.3