জিকোর কাছে মেসি নয়, ম্যারাডোনাই সেরা

স্পোর্টস ডেস্ক:

মেসির আবির্ভাবের পর থেকেই এটা নিয়ে চলছে নানা রকম আলোচনা। ম্যারাডোনা নাকি মেসি? কে সেরা সেটা নিয়ে তর্ক থেকে যাবে যুগ থেকে যুগান্তরে; কিন্তু বর্তমানে আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানো ম্যারডোনাকেই সেরা মনে করছেন সেই বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় এবং ব্রাজিলের কিংবদন্তি জিকো।

বর্তমানে জাপানিজ ক্লাব কাশিমা এন্টলার্সের স্পোর্টিং ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন জিকো। সেখানে বসেই এক সাক্ষাৎকারে জিকো বলেন, ‘আমি বিশ্বাস করি ম্যারাডোনা আরো অনেক জটিল সময় পার করেছেন। সে যখন খেলতো তখন তাকে মার্কিং করার জন্য একজন্য থাকতোই।’

ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৭১টি ম্যাচে ৪৮ গোল করা জিকো ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলারদের মধ্যে ছিলেন একজন। দুই আর্জেন্টাইন সম্পর্কে জিকো আরো বলেন, ‘ম্যারাডোনা তার দলকে মেসির চেয়ে বেশি দিয়েছে, যেমনটা মেসি দিচ্ছে। কিন্তু ম্যারাডোনা আর্জেন্টিনাকে মেসির থেকে বেশি দিয়েছে। সে একবার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বানিয়েছে আর্জেন্টিনাকে।’

  •  
  •  
  •  
  •  
ad0.3