মমতা সরকারের বিরুদ্ধে মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি, কৃষকদের দুর্দশা এবং রাজ্যজুড়ে বেকারত্ব- এই তিন ইস্যুতে মমতা সরকারের বিরুদ্ধে এক মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রর নেতৃত্বে উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।

প্রতিবাদ সভায় সোমেন মিত্র বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এ ছাড়া যুবসমাজ যেভাবে বেকারত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে- তা নিয়েও আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। কৃষকদের দুর্দশা নিয়েও সরব থাকবে প্রদেশ কংগ্রেস।’

এ সময় সভা ও মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় কংগ্রেসের নেতাকর্মীরা।

এদিকে প্রতিবাদ চলাকালে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টার অভিযোগে প্রায় এক হাজার কংগ্রেস কর্মীকে আটক করা হয়। অবশ্য পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3