কানাঘুষাই সত্যি হলো!

নিউজ ডেস্ক:

‘ভারত’-এর জন্য ‘এবিসিডি থ্রি’ থেকে বেরিয়ে গেছেন ক্যাটরিনা। ‘ভারত’-এর শুটিংয়ের ডেটের সঙ্গে পরিচালক রেমো ডি’সুজার সিনেমার দিনক্ষণ মিলে যাচ্ছিল, ফলে কোনো শুটিংই মন দিয়ে করতে পারতেন না বলেই নাকি বরুণ ধাওয়ানের সিনেমা থেকে বেরিয়ে এসেছেন। ‘এবিসিডি থ্রি’ থেকে ক্যাট বেরিয়ে যাওয়ার পর থেকেই বি টাউন জুড়ে এই ধরনের বিভিন্ন কানাঘুষা শুরু হয়ে যায়।

এদিকে ‘ভারত’-এর টিজার মুক্তি পাওয়ার পরই বিষয়টি নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা। আর তাতে দাঁড়াল- বিষয়টি নিয়ে যা কানাঘুষা চলছিল তাই সত্যি হলো। ক্যাটরিনা বলেন, চলতি বছর ঈদে মুক্তি পাবে ‘ভারত’। ‘এবিসিডি থ্রি’-ও ওই সময়ের আশপাশেই মুক্তি পাওয়ার কথা। ফলে পর পর দুটি সিনেমা মুক্তি পেলে, কোনোটিতেই ঠিকভাবে তিনি মনোনিবেশ করতে পারবেন না। আর সেই কারণেই রেমোর সিনেমা থেকে তিনি বেরিয়ে গিয়েছেন।

শুধু তাই নয়, ‘ঠাগস অফ হিন্দোস্তান’ এবং ‘জিরো’, ক্যাটরিনার পর পর দুটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই এবার আর কোনোভাবেই ঝুঁকি নিতে চান না তিনি। সমস্ত দিক ভেবেচিন্তে তবেই পরবর্তী প্রজেক্টে হাত লাগাতে চান বলেও জানান ক্যাটরিনা।

অর্থাৎ রেমো ডি’সুজার সিনেমার ব্যবসা নিয়ে সন্দেহ থাকাতেই তিনি ওই প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন বলেই মনে করছে বলিউড। যদিও, ক্যাটরিনা সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

  •  
  •  
  •  
  •  
ad0.3