বিশ্বকাপের আগে কাঁধের ইনজুরিতে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। দুই মাস সময় আছে আর। এরই মধ্যে দুঃসংবাদ বয়ে এল বাংলাদেশ শিবিরে। চোটে পড়েছেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহর এমন চোট চিন্তায় ফেলেছে টাইগার শিবিরকে।

অনেকদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন মাহমুদউল্লাহ। এই চোট নিয়েই খেলতে গিয়েছিলেন নিউজিল্যান্ড। কিন্তু প্রথম টেস্টে একই জায়গায় চোটে পড়েন তিনি। তখনই এমআরআই করানো হয়েছিল। সেসময় রিপোর্ট পাওয়া যায়নি।

সোমবার সেই রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, রিপোর্টে মাহমুদউল্লাহর ইনজুরিটা ‘গ্রেড-থ্রি টিয়ারে’র বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট পেয়েই ১৫ দিনের বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।

বিশ্রামের পর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় যদি সুস্থ না হয়ে ওঠেন সেক্ষেত্রে অস্ত্রোপচার লাগতে পারে মাহমুদউল্লাহর।

  •  
  •  
  •  
  •  
ad0.3