‘যুদ্ধ চায় না ইরান’

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না। শনিবার বেইজিং সফররত জারিফ এ কথা বলেছেন।

জারিফ বলেছেন, তেহরান যেহেতু যুদ্ধ চায় না সেহেতু তিনি বিশ্বাস করেন না এই অঞ্চলে যুদ্ধ বাঁধতে পারে। এছাড়া ইরানকে মোকাবেলা করার মতো বিভ্রান্তিতে কোনো দেশ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করেছে। গত সপ্তাহে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার নামে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ওয়াশিংটন। এই উত্তেজনার মধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইরাক থেকে কয়েকজন কূটনীতিককেও প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না।

জারিফ বলেছেন, ‘কোনো যুদ্ধ হবে না। কারণ আমরা কোনো যুদ্ধ চাই না কিংবা এই অঞ্চলে ইরানকে মোকাবেলা করার মতো ধারণা বা মোহ কারো নেই।’

  •  
  •  
  •  
  •  
ad0.3