২৪ বারের মতো এভারেস্টে উঠে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক:

২৪ বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠে রেকর্ড করলেন এক নেপালি শেরপা। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পর্বত চূড়ায় উঠে মঙ্গলবার নিজের রেকর্ড ভঙ্গ করেন ৪৯ বছরের কামি রিতা শেরপা।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা মিরা আচার্য্য জানান, দক্ষিণ-পূর্বের প্রচলিত পথ ব্যবহার করে আট হাজার ৮৫০ মিটার উঁচুতে পৌঁছতে সক্ষম হন কামি রিতা। এই পথটি ১৯৫৩ সালে নিউ জিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং শেরপা আবিস্কার করেছিলেন। তাদের দেখানো এই পথটিই এভারেস্টে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

আরো একবার এভারেস্টে ওঠার ওপর অবসরে যেতে যান বলে জানিয়েছেন এই শেরপা।

তিনি বলেছেন, ‘আমি এখনো শক্তিশালী এবং ২৫ তম বারের মতো সাগরমাতায় (এভারেস্টের নেপালি নাম) আরোহন করতে চাই।

এর আগে আরো দুই পবর্তারোহী ২১ বার করে এভারেস্টে উঠেছিলেন। তারা দুজনই শেরপা সম্প্রদায়ের ছিলেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3