বাকৃবিতে অন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাকৃবি থেকেঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দিনব্যাপী ওই প্রতিযোগিতার আয়োজন করে বাকৃবি সাহিত্য সংঘ। প্রতিযোগিতায় রচনা লিখা, চিঠি লিখা, কবিতা আবৃত্তি, অবিরাম গল্প বলা, গ্রন্থ পাঠসহ নানা ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের ইবনে কামালের সঞ্চপলনায় এবং সভাপতি প্রফেসর ড. মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির। আরও উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক প্রোক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোক্তার হোসেন প্রমুখ। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন।

অন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা- ২০১৯ ফলাফল
ক) রচনা (প্রথম – তৃতীয় বর্ষ), বিষয়ঃ বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ
প্রথমস্থান- সীমা রায়, লেভেল-২, সেমিস্টার-১; কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ।
দ্বিতীয় স্থান- টি.এম.সালাহ উদ্দিন লেভেল-৩, সেমিস্টার-১; কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ।
তৃতীয় স্থান- ফাতেমা তুজ জোহরা হিরা, লেভেল-২, সেমিস্টার-১; কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ।

খ) রচনা (চতুর্থ বর্ষ-এম.এস.) বিষয়ঃ কৃষিতে আধুনিক প্রযুক্তি ও জলবায়ুর প্রভাব
প্রথমস্থান- কামরুন নাহার চৈতি, লেভেল-৪, সেমিস্টার- ১; কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ।
দ্বিতীয় স্থান- শান্তা ইসলাম, লেভেল-৪, সেমিস্টার- ২; কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ।
তৃতীয় স্থান- তাহমিনা আক্তার, এমএস ইন সয়েল সায়েন্স, কৃষি অনুষদ।

গ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে প্রতীকী চিঠি লিখা
প্রথমস্থান- মোঃ জুবায়ের ইবনে কামাল, এমএস, কৃষি অর্থনীতি।
দ্বিতীয় স্থান- শান্তা ইসলাম,লেভেল-৪, সেমিস্টার-২, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ।
তৃতীয় স্থান- জাহীন আবরার হিমেল, লেভেল-৩, সেমিস্টার-১, কৃষি অনুষদ।

গ্রন্থপাঠ প্রতিযোগিতা (গ্রন্থঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’)
প্রথমস্থান- চন্দ্রশেখর চৌহান, এমএস, মেডিসিন।
দ্বিতীয় স্থান- মোঃ ফারুক হোসেন, লেভেল-৪, সেমিস্টার-১, পশুপালন অনুষদ।
তৃতীয় স্থান-মোঃ জাহিদুল ইসলাম তালুকদার, লেভেল-১, সেমিস্টার-১, কৃষি প্রকৌশল ও কারিগর অনুষদ।

আবৃত্তি প্রতিযোগিতা (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা)
প্রথমস্থান- নিরুপমা সাজ্জাদ, লেভেল-২, সেমিস্টার-১, পশুপালন অনুষদ।
দ্বিতীয় স্থান- তাহমিদ ঈশাদ রুপাই, লেভেল-১, সেমিস্টার-১, ভেটেরিনারি অনুষদ।
তৃতীয় স্থান- সাদিয়া মাহজাবিন তাসনিম, লেভেল-৪, সেমিস্টার-২, কৃষি প্রকৌশল ও কারিগর অনুষদ।

অবিরাম গল্প বলা (তাৎক্ষণিক)
প্রথমস্থান সম্মিলিতভাবে ২ জন প্রথমস্থান – নিরুপমা সাজ্জাদ, লেভেল-২, সেমিস্টার-১, পশুপালন অনুষদ এবং মোঃ ফারুক হোসেন, লেভেল-৪, সেমিস্টার-১, পশুপালন অনুষদ।
দ্বিতীয় স্থান- শান্তা ইসলাম,লেভেল-৪, সেমিস্টার-২, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ।
তৃতীয় স্থান- জাহীন আবরার হিমেল, লেভেল-৩, সেমিস্টার-১, কৃষি অনুষদ।

 

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: