চিলিকে হারিয়ে ফাইনালে পেরু

স্পোর্টস ডেস্ক:

টানা তৃতীয় কোপা আমেরিকা শিরোপা জেতা হল না চিলির। পোর্তো আলেগ্রেতে আজ অনুষ্ঠিত সেমিফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়নরা পেরুর কাছে হেরে গেছে ৩-০ গোলে।

ম্যাচের ২০ মিনিটে এদিসন ফ্লোরেস এর গোলে প্রথম এগিয়ে যায় পেরু। ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াসের ভুলের সুযোগ নিয়ে ৩৮ মিনিটে ইয়োশিমারের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিকার্দো রুয়েদার শিষ্যরা।

দুই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রান চেষ্টা করেন অ্যালেক্সিস সানচেসরা। কিন্তু পেরুয়ান গোলরক্ষন গাইয়েসের দৃঢ়তায় সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।

অতিরিক্ত সময়ে ম্যাচের ৯১তম মিনিটে গোল করে চিলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পেরুর অধিনায়ক পাওলো গেররেরো। অন্তত এক গোল শোধ দিয়ে সম্মানজনকভাবে ম্যাচ শেষ করার সুযোগ এসেছিল চিলির সামনে। কিন্তু ৯৫ মিনিটে পেনাল্টি থেকে এদুয়ার্দো বার্গাস গোল করতে ব্যর্থ হলে ০-৩ গোলে হেরেই কোপা আমেরিকা থেকে বিদায় নেয় চিলি।

আগামী ৭ জুলাই ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। ১৯৭৫ সালের পর এটিই হবে পেরুর প্রথম ফাইনাল। অপরদিকে তার আগে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নামবে চিলি।

  •  
  •  
  •  
  •  
ad0.3