রিয়াল ছেড়ে নাপোলিতে পাড়ি জমাতে যাচ্ছেন রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক:

লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান সিরি’আতে পাড়ি জমাতে যাচ্ছেন জেমস রদ্রিগেজ। তার চুক্তি চূড়ান্ত করতে এখন মাদ্রিদে রয়েছেন নাপোলির স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টিয়ানো জিয়ানতোলি।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানোয় মোটা ট্রান্সফারে রদ্রিগেজকে দলে ভিড়িয়েছিল রিয়াল। এরপর রোনালদো-বেল-বেনজেমাদের আলোয় কিছুটা ঢাকা পড়ে গিয়েছিলেন তিনি। কলম্বিয়ান এ তারকাকে পরবর্তীতে বায়ার্ন মিউনিখসহ বিভিন্ন ক্লাবে ধারে খেলতে দিয়েছে রিয়াল। এবার তাকে বিক্রি করতে নাপোলির সঙ্গে আলোচনা করছে মাদ্রিদের ক্লাবটি। স্প্যানিশ গনমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে রদ্রিগেজের জন্য নাকি নাপোলির কাছে ৪২ মিলিয়ন ইউরো চেয়েছে রিয়াল।

এক সময় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন কার্লো আনচেলত্তি। বর্তমানে নাপোলিতে কোচের দায়িত্বে রয়েছেন ইতালিয়ান এ কোচ। নিজেদের খেলার ধরন নিয়ে ইতালিয়ান এ কোচ বলেন, ‘আমাদের ধরন হচ্ছে মান সম্মত খেলা। এই দলটি এই ধরনের ফুটবল খেলে অভ্যস্ত। জেমস এমন একজন খেলোয়াড় যাকে আমি খুব ভালো করে জানি। সে বেশ প্রতিভাবান একজন খেলোয়াড়।’

  •  
  •  
  •  
  •  
ad0.3