পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
পৃথিবীর সবচেয়ে বয়সী পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। ইয়াসুতারো কোইদে নামের এই ব্যক্তি জাপানের নাগরিক ছিলেন।

জাপানের নাগোয়া শহরের বাসিন্দা এই ব্যক্তিকে গত বছরের আগস্টে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কর্মকর্তারা জানান, ইয়াসুতারো হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি।

রেকর্ডে নাম অন্তুর্ভুক্ত হওয়ার সময় নিজের দীর্ঘ আয়ুর কারণ বলেছিলেন, তিনি কখনো ধুমপান ও মদে আসক্ত হননি। আনন্দের নামে নিজের শরীরের উপর বাড়াবাড়ি কোনো অত্যাচার কখনো করেননি বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবিত ব্যক্তি এখন ১১৬ বছর বয়সী মার্কিন নারী সুসান্নাহ মুশাট জোন্স। গত বছর জাপানের মিসাও ওকাওয়া ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পরে তিনি এই রেকর্ডের মালিক হন।

গিনেজ রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি আয়ু পেয়েছিলেন ফরাসি নাগরিক জঁ কালমেন্ট। ১২২ বছর ও ১৬৪ দিন পৃথিবীর হাওয়া বাতাসে নিঃশ্বাস নেয়ার পরে ১৯৯৭ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

সূত্র: বিবিসি

  •  
  •  
  •  
  •  
ad0.3