বাকৃবিতে ডিভিএম ১৭তম ইন্টার্ণশীপ প্রোগ্রামের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ভেটেরিনারি অনুষদের ডিভিএম লেভেল-৫, সেমিস্টার-২(জুলাই-ডিসেম্বর/১৯) শিক্ষার্থীদের ১৭তম ইন্টার্ণশীপ প্রোগ্রামের উদ্বোধনী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই, ১৯) ইন্টার্ণশীপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন কাউন্সিলের আহবায়ক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ইন্টার্ণশীপ ছাত্র-ছাত্রীদের দীর্ঘ দিনের একটি প্রত্যাশিত কর্মকান্ড যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রায়োগিক ও ব্যবহারিক শিক্ষায় হাতে কলমে শিক্ষার অপার সুযোগে নিজেকে দক্ষ, কর্মক্ষম এবং যোগ্য ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞ এবং দায়িত্বশীল শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছেন। ইন্টার্নশীপ এর সময়কাল সবাইকে যথাযথভাবে কাজে লাগাতে হবে, যাতে তারা মাঠ পর্যায়ে দক্ষতা দেখাতে পারে এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বহুগুনে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রফেসর ড. মোঃ তৌহিদুল ইসলাম। ১৭তম ইন্টার্ণশিপ প্রোগ্রামের ৫৪তম ডিভিএম ব্যাচের বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন সহযোগী প্রফেসর ড. রোখসানা আমিন রুনা।

ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. নাজিম আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক মোঃ আব্দুল কাদের।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার, ভিটিআই এর অধ্যক্ষ ডা. নীল রতন পন্ডিত, ভালুকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক গোলাম মুর্শেদ মুরাদ, ইন্টার্ণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নূরুন নবী আহমেদ, আনিকা তাবাসসুম, মোঃ মাশহক শাহরিয়ার, আয়েশা সিদ্দিকা এশা প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: