পেঁপে পাতার রসে ডেঙ্গু ভাল হয়!

নিউজ ডেস্ক:

বেশ কিছুদিন থেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে একটি খবর বেশ ঘুরপাক খাচ্ছে সেটি হল গবেষণায় দেখা গিয়েছে যে পেঁপে পাতার রসে থ্রম্বোসাইটিস (প্লাটিলেট) উৎপাদনে সাহায্যকারী উপাদান রয়েছে যা কিনা ডেঙ্গু রোগের চিকাৎসায় ফলপ্রসু। ।

এ বিষয়ে  আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন আছে বলে জানা যায় (Papaya Extract to Treat Dengue: A Novel Therapeutic Option?)

তবে গবেষণাগারে ইদুরের উপর পেপে পাতার রস পরীক্ষা করে বিজ্ঞানীরা ডেঙ্গু ভাইরাসের সংখ্যা কমে যায় এবং প্লাটিলেট সংখ্যা বেড়ে যায় বলে ফলাফল প্রকাশ করেছেন। (Evaluation of anti-dengue activity of Carica papaya aqueous leaf extract and its role in platelet augmentation.)

সম্প্রতি ভারতে এ নিয়ে কিছু গবেষনা প্রবন্ধ স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া পেপের রস ডেঙ্গু রোগের বিরুদ্ধে কাজ করে।

Evaluation of anti-dengue activity of Carica papaya aqueous leaf extract and its role in platelet augmentation.

Effect of Carica papaya Leaf Extract Capsule on Platelet Count in Patients of Dengue Fever with Thrombocytopenia.

আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশিত কিছু প্রবন্ধের তথ্য অনুয়ায়ী পেঁপে পাতার রসে থ্রম্বোসাইটিস (প্লাটিলেট) উৎপাদনে সাহায্যকারী উপাদান রয়েছে বলে জানা গেলেও  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষুধ সেবন করা উচিত।

 

 

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: