মৌসুম শুরুর আগে কুতিনোকে ছাড়তে চায় বার্সা

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে সুবিধা কাজে লাগাতে চাইছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান এ তারকার প্রতি আগ্রহ রয়েছে ইংলিশ লিগের জায়ান্ট ক্লাব টটেনহাম হটস্পারের। তাই কুতিনোকে নিয়ে টটেনহামের সঙ্গে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে কাতালান ক্লাবটি।

গত মৌসুমের শেষ থেকেই কুতিনহো বার্সেলোনা ছাড়ছেন বলে গুঞ্জন চলছে। আঁতোয়ান গ্রিজমান ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর তার ক্লাব ছাড়া এখন কোনো গোপন সংবাদ নয়। নেইমারকে আবারও বার্সায় ফেরাতে বড় অঙ্কের ট্রান্সফারের ঘাটতি পূরণ করতে কুতিনহোকে ছাড়তে উঠে পড়ে লেগেছে বার্সার কর্তা ব্যক্তিরা।

কুতিনোকে দলে পেতে টটেনহামের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ইংলিশ লিগের আরেক ক্লাব আর্সেনাল। এল ইকুইপের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে নেইমারকে আনতে টাকার প্রয়োজন হলেও কুতিনোকে আপাতত একবারে ছাড়তে চাইছে না বার্সা। কুতিনোকে ধরে দিতে টটেনহামের কাছে প্রস্তুাব দিয়েছে বার্সেলোনা।

এদিকে কুতিনোর প্রতি আগ্রহ থাকলেও নিজেদের শিবিরে থাকা ক্রিস্টিয়ান এরিকসনকে ছাড়তে চায় টটেনহাম। স্পার্সদের সঙ্গে এবারই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। তাকে দলে পেতে আগ্রহী রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কুতিনোকে নিয়ে টটেনহাম কি সিদ্ধান্ত নেয় তা দেখতে ট্রান্সফারের শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3