কলকাতায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতের পর লাউডন স্ট্রিটের কাছে ওই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

নিহত দুজন হলেন- কাজী মুহাম্মদ মঈনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (২৮)।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে একটি জাগুয়ার তীব্র গতিতে শেক্সপিয়ার সরণি ধরে বিড়লা প্ল্যানেটরিয়ামের দিক থেকে কলামন্দিরের দিকে যাচ্ছিল।

লাউডন স্ট্রিটের কাছে সেটি একটি মার্সিডিজকে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের একটি পোস্টে ঢুকে পড়ে।

তবে জাগুয়ারের গতি এত বেশি ছিল যে, মার্সিডিজটিকে ধাক্কা দেয়ার পর সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মঈনুল ও তানিয়াকে চাপা দেয়। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক।

গুরুতর আহত অবস্থায় দু’জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত মঈনুলের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। তানিয়া ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। চিকিৎসা করাতে তাঁরা ১৫ দিন আগে কলকাতায় এসে ওই এলাকার একটা হোটেলে উঠেছিলেন।

এদিকে শনিবার ওই জাগুয়ারের চালক আরসালান পারভেজকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। কলকাতার নামি রেস্টুরেন্ট আরসালানের মালিকের ছেলে পারভেজ। দুর্ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন।

পুলিশ বলেছে, জাগুয়ারটি ওই রেস্টুরেন্টের নামে নিবন্ধন করা। সিগন্যাল অমান্য করে চালক দ্রুতগতিতে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।

 

  •  
  •  
  •  
  •  
ad0.3