হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর জলকামান ও গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। জুনে বিক্ষোভ শুরুর পর এই প্রথম বিক্ষোভকারীদের ওপর আগ্নেয়াস্ত্রের ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।

সেই সঙ্গে পুলিশ প্রথমবারের মতো জলকামানও ব্যবহার করেছে। হংকংয়ের পুলিশ বলছে, রোববার বিক্ষোভ ছত্রভঙ্গ করার পর এ পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, বিক্ষোভকারীদের সর্তকতামূলক গুলিবর্ষণের পর সংঘাত শুরু হলে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের হাসপাতালে নেয়া হয়। কোথায় গুলি করা হয়েছে সে ব্যপারে কিছু না জানালেও পুলিশ কর্মকর্তা লিউং খো উইং বলেছেন, নিজেদের বাঁচাতেই পুলিশ গুলি ছুড়েছে।

বিবিসির কাছে এমন কিছু ছবি আছে, যেখানে লাঠিসোটা হাতে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং জলকামান ও গুলিবর্ষণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হতে দেখা যায়।

প্রথমদিকে এক্সট্রাডিশন বিল বা বহিঃসমর্পণ আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলেও পরে এর ব্যাপ্তি বাড়ে এবং সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়।

 

  •  
  •  
  •  
  •  
ad0.3