ছিটকে গেলেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক:

চোটের কারণে ইউএস ওপেনের শেষ ষোলোর মাঝপথে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ম্যাচে স্তান ভাভরিঙ্কার কাছে প্রথম দুই সেট হারের পর তৃতীয় সেটের সময় কাঁধের চোটে কোর্ট ছাড়েন সার্বিয়ান তারকা। তখন ৬-৪, ৭-৫, ২-০ গেমে এগিয়ে ছিলেন সুইস তারকা ভাভরিঙ্কা।

পুরো ম্যাচ খেলতে না পারায় দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বের এক নম্বর তারকা জকোভিচ, ‘দর্শকদের জন্য আমি দুঃখিত। তারা পুরো ম্যাচ দেখতে এসেছিল, কিন্তু তা হলো না।’

ফ্ল্যাশিং মিডোতে শিরোপা জয়ের জন্য এবারো অন্যতম ফেবারিট ছিলেন ৩২ বছর বয়সি জকোভিচ। ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে রজার ফেদেরার (২০) ও রাফায়েল নাদালের (১৮) আরো কাছে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু পুরো টুর্নামেন্টেই বাম কাঁধের চোট ভুগিয়েছে তাকে।

কোয়ার্টার ফাইনালে রাশিয়ার ড্যানিল মেদভেদেভের মুখোমুখি হবেন ভাভরিঙ্কা।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: