শাবিতে ভর্তি পরীক্ষায় ডিভাইস জালিয়াতিতে আটক ৫

শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস (ক্যালকুলেটরে সিমের ডিভাইস) জালিয়াতিতে ৫ জনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ‘৪ টি কেন্দ্র থেকে ডিভাইসসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ২ জন, মইনুদ্দদিন আদর্শ মহিলা কলেজ থেকে ১ জন, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১ জনকে আটক করা হয়েছে।

জালিয়াতিতে আটককৃত সবাই এসপি ট্রাভেল বাসযোগে বগুড়া থেকে এসেছে বলে জানা যায়। এছাড়া ক্যালকুলেটরে সিম ব্যবহারের মাধ্যমে জালিয়াতির ডিভাইস নিয়ে এসেছে। যার মাধ্যমে প্রশ্ন ও প্রশ্নোত্তর আদান-প্রদান করার ব্যবস্থা রয়েছে বলেও আটককারী শিক্ষকেরা জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘জালিয়াতির ডিভাইসসহ ৪টি কেন্দ্র থেকে ৫ জনকে আটক করা হয়েছে। আমরা বিস্তারিত জানার জন্য আটককৃতদের পুলিশে হস্তান্তরের চেষ্টা করছি।’

  •  
  •  
  •  
  •  
ad0.3