পূর্বাভাষ অনুযায়ী পশ্চিমবঙ্গে আঘাত হানল ঘূর্ণিঝড় বুলবুল

নিউজ ডেস্কঃ

ভারতের গণমাধ্যমের সংবাদ অনুযায়ী পশ্চিমবঙ্গে স্থলভাগ সীমানায় ঢুকে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপ হয়ে স্থলভাগে ঢুকে পড়ে ওই ঘূর্ণিঝড়। এর পর সুন্দরবন বদ্বীপ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বুলবুল। আগামী তিন-চার ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার গোটা প্রক্রিয়াটি শেষ হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তার পর এগিয়ে যাবে বাংলাদেশের খেপুপাড়ার দিকে।

স্থলভাগে ঢোকার সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারের আশেপাশে। স্থলভাগে আছড়ে পড়ার সময় কিছুটা শক্তি হারিয়ে ফেরবে বুলবুল। ইতিমধ্যে স্থলভাগে ঢোকার পরেই অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় থেকে শুধুমাত্র ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে সে।

The VSCS ‘Bulbul’ at 20:30 hrs IST near 21.4°N & 88.3°E about 40km ESE of Sagar Islands. The land fall process has started. Wall cloud region is entering into land. It is very likely to move NE-wards, weaken gradually and cross between Sagar Islands (WB) & Khepupara (Bangladesh).

  •  
  •  
  •  
  •  
ad0.3